Wednesday, March 26, 2014

মনন প্রকাশন: বই প্রকাশের বিস্তারিত তথ্য

মনন প্রকাশন


মনন প্রকাশন ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে মনন প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন করে আসছে। এবারের মেলায় প্রথমা’র ষ্টল নং- ২৩৬ ও ২৭২। এবারের একুশের বই মেলায় প্রকাশনীর প্রত্যেক বইয়ের উপর ২৫% কমিশন প্রদান করা হচ্ছে।    
 
অবস্থান
বাংলা বাজার মোড় থেকে ১০০ গজ দক্ষিন পূর্ব কোনে মান্নান মার্কেটের তৃতীয় তলায় হাতের ডান পাশে অবস্থিত।
 
ঠিকানা
৩৮/৪, মান্না মার্কেট (তৃতীয় তলা) বাংলাবাজার, ঢাকা-১১০০। 
ফোন: ৭১১০১২২, মোবাইল: ০১৬১৬৩১৭৯৪২, ০১১৯০৪৬৬৫০৬
 
প্রকাশিত বইয়ের ধরন
  • গল্প
  • উপন্যাস
  • কবিতা
  • ভৌতিক কাহিনী
  • রম্য কাহিনী
  • গোয়েন্দা কাহিনী
  • এ্যাডভেঞ্চার
  • নন ফিকশন
  • সায়েন্স ফিকশন
  • কিশোর সাহিত্য
  • কিশোর উপন্যাস
  • কমিক্স
  • শিকার কাহিনী
  • পিচাশ কাহিনী
  • অনুবাদ
  • আত্নোন্নয়ন
  • ওয়েস্টার্ন
  • আইন
 
প্রকাশনীর সেবা (সার্ভিস)
  • নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে দরকার ভালো মানের লেখা এবং ভালো চিন্তু করা মিলিয়ে নতুন কিছু পাঠকদের উপহার দেওয়া।
  • পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।
  • পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।
  • পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে সেক্ষেত্রে নবীন লেখককে ছাপানোর খরচ বহন করতে হয়। এছাড়া ভালো মন্দ কিছু হলে নবীন লেখক তার দায়ভার একা বহন করতে হবে।
  • প্রকাশনা সংস্থার পরিবেশক নেই। 
  • প্রকাশনে খুচরা বই বিক্রয় করে না।
  • গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয় না।
  • এখানে মাসিক প্রকাশনা নেই।
  • ঢাকার ভিতরে বাংলা বাজার ছাড়া অন্য কোথাও পরিবেশক নেই।   

Tuesday, March 25, 2014

কথামেলা প্রকাশন: বই প্রকাশের বিস্তারিত তথ্য

কথামেলা প্রকাশন


কথামেলা প্রকাশন ১৯৯১ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে কথামেলা প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন করে আসছে। এবারের মেলায় প্রথমা’র ষ্টল নং- ২২৩। এবারের একুশের বই মেলায় প্রকাশনীর প্রত্যেক বইয়ের উপর ২৫% কমিশন প্রদান করা হচ্ছে।    
 
অবস্থান
বাংলা বাজার মোড় থেকে ১০০ গজ দক্ষিন পূর্ব কোনে মান্নান মার্কেটের তৃতীয় তলায় হাতের বাম পাশে অবস্থিত।
 
ঠিকানা
৩৮/৪, মান্না মার্কেট (তৃতীয় তলা) বাংলাবাজার, ঢাকা-১১০০।  
মোবাইল: ০১৭১২৪৭৪৩০৭
 
প্রকাশিত বইয়ের ধরন
  • গল্প
  • উপন্যাস
  • কবিতা
  • ভৌতিক কাহিনী
  • রম্য কাহিনী
  • গোয়েন্দা কাহিনী
  • এ্যাডভেঞ্চার
  • নন ফিকশন
  • সায়েন্স ফিকশন
  • কিশোর সাহিত্য
  • কিশোর উপন্যাস
  • কমিক্স
  • শিকার কাহিনী
  • পিচাশ কাহিনী
  • অনুবাদ
  • আত্নোন্নয়ন
  • ওয়েস্টার্ন
  • আইন
 
প্রকাশনীর সেবা (সার্ভিস)
 
  • দৃষ্টি নন্দন চিত্র নামে এই প্রকাশনীর একটি বাৎসরিক প্রকাশনা রয়েছে।
  • নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে ভালো মানের লেখা এবং ভালো চিন্তু করা মিলিয়ে নতুন কিছু পাঠকদের উপহার দেওয়া।
  • পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।
  • পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।
  • পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে নবীন লেখককেই ছাপানোর খরচ বহন করতে হয়।
  • প্রকাশনে খুচরা বই বিক্রয় করে না।
  • গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয় না।
 
একুশে বই মেলায় প্রকাশিত
 
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
তু-ষের আগুন মুস্তাফিজুর রহমান ১৫০/-
চিরায়ত হাসান খুরশীদ ১০০/-
সেরা পাঁচ আলম সবুজ ২২০/-
কল্প বিজ্ঞানের ছায়া আল মাহমুদ ১০০/-
 
উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
হীরার চোখ রাকিব হাসান ১৮০/-
মৃত্যু মুখোশ তারক রায় ১৫০/-
শিকারী বাজ শওকত হোসেন ২২০/-
বিমান উধাও আলী ইকবল ৩৪০/-
 
গল্প
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
বলবলের গল্প মুনীর চৌধুরী ৫০/-
শরনার্থী আনুসুজ্জামান ৮০/-
শুধু ছড়া পঞ্চশ শামসুল হক ১০০/-
অন্তরে আহমেদ রফিক ২৪০/-
 
রম্য কাহিনী
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
রহস্যময় বাড়ি খান জাহাঙ্গীর ১৫০/-
রোগ নয় প্রতিরোধ মামুন রশিদ ৮০/-
কহিতে ব্যাকুল মুনতাসুর রহমান ২৩০/-
হেলেন অব ট্রয় আলী ইমাম ১২০/-
 
কবিতা
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
আকাশ ছোঁয়া মেঘ ইসহাক কাজল ৮০/-
ডাকলে তুমি স্বপ্নময়ী রানা জামান ১৩০/-
মনজুরে তুমি মিজান রহমান ২০০/-
জোড়াতালি এনামুল হক ১১০/-



অনুদিত গ্রন্থ্
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
যাযাবর আলী আকবর ১৫০/-
মধুসূদনের চিঠি এনায়েত করিম  
উম্মাদ আমি মাহতাব হোসেন ১০০/-
ম্যান্ডেলা শিউলি আক্তার ২৩০/-
 
ধর্মীয় গ্রন্থ
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
কুরআনে নবীদের কথা জালাল উদ্দিন ১৮০/-
ইসলামের ইতিহাস আনোয়ার হোসেন ২০০/-
কুরআনে হাদীসের আলোকে লিয়াকত আলী ২৭০/-
খলিফার জীবন কথা নজু আলম ৩৪০/-
 
শিশু কিশোরদের উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
বীরবলের গল্প রাহেমা আক্তার ৫০/-
আলীবাবা ৪০ চোর সনিয়া ইকবাল ১০০/-
কিশোর সমগ্র লোকমান খান ৭০/-
সকাল হবে সপন কুমার ৫০/-
 
সাইন্সফিকশন
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
এক ডজন আলো শরীফ খান ৪৪০/-
অ্যাড ডেঞ্জার হুমায়ুন কবির ১৮০/-
ডেনমার্কের রূপকথা রহীম শাহ ১৫০/-
 
কমিক্স
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
বুড়ি মলস্ট রফিকুর রশীদ ৮০/-
দত্যিও জেলেরউ ফরিদুর রেজা ১০০/-
শোয়াল যোয়াব বেলাল মোহাম্মদ ৭০/-
লাল কাল কাইজার চৌধুরী ৫০/-
 
ভৌতিক কাহিনী
বইয়ের নাম লেখকের নাম মূল্য (টাকা)
স্টোরি ওয়াল্ড আনোয়ার হোসেন ৩৬০/-
ঋতুর রঙে ফুলের শোভা ইমদাদুল হক মিলন ২২০/-
উ-তে উচ মাহদেব সাহ ৩০০/-
রূপকথার ছায়াপথ আসাদ চৌধুরী ১৮০/-

Monday, March 24, 2014

বিজ্ঞান একাডেমী: বিস্তারিত তথ্য

বিজ্ঞান একাডেমী


১৯৮০ সালে প্রকাশনা সংস্থা বিজ্ঞান একাডেমীর যাত্রা শুরু হয়। প্রধানত বিজ্ঞান বিষয়ক বই প্রকাশ করলেও অন্যান্য বই প্রকাশ করে বিজ্ঞান একাডেমী। একুশে বইমেলা ২০১২ এ বিজ্ঞান একাডেমীর স্টল নম্বর হচ্ছে ১৭৭-১৭৮।  
 
ঠিকানা:
৩৭, বাংলাবাজার, ঢাকা- ১১০০।
ফোন- ০২- ৭১৭৫১৮১
ই-মেইল- musa@onusgroup.com
ওয়েবসাইট- www.onusgroup.com
লোকেশন: এটি বাংলা বাজার মান্নান মার্কেটের দোতলায় অবস্থিত। এর খুব কাছাকাছি রয়েছে হাতেখড়ি প্রকাশনী। হাতেখড়ি প্রকাশনী হতে এর দূরত্ব ১০০ গজ পূর্ব দিকে।
 
অন্যান্য তথ্য:
  • এখান থেকে বিজ্ঞানের বই বেশি প্রকাশ করা হয়।
  • প্রকাশনা সংস্থার অফিসে খুচরা বিক্রি করা হয়।
  • ডাকে বই বিক্রি করা হয়।
  • কোন মাসিক বা সাপ্তাহিক প্রকাশনা নেই।
  • বই বিক্রেতারা প্রকাশনা সংস্থাটির অফিস থেকে বই কিনতে পারেন। এদের আলাদা পরিবেশক নেই।
 
নতুন লেখকের বই:
নতুন লেখকগণ ই-মেইলে বা সরাসরি যোগাযোগ করতে পারেন। পান্ডুলিপি জমা দেয়ার পর সেটি মনোনীত হলে প্রকাশনার সমস্ত দায় প্রকাশনা সংস্থাটি নেয়। লেখকের রয়্যালটির বিষয়টি আলোচনা সাপেক্ষে স্থির করা হয়।
 
উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
সারারাত ফেরদৌস খান ৫০
মলি তোমার জন্য মোস্তফা মামুন ৫০
তার ফিরে আসা সিরাজুল ইসলাম ৪০
কেউ ভালবাসেনি এস ডি রুবেল ৬০
যখন সন্ধ্যা নামবে মিজানুর রহমান ৮০
 
গল্প
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
গল্প সংগ্রহ জুবাইদা গুলশান আরা ৩৫০
বৌ জহির শিকদার ৫০
হরিনী কথা আফরোজা পারভীন ৮০
আবার যুদ্ধ হারুন অর রশীদ ৫০
 
রম্য কাহিনী
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
বৌ পাগলের নৌবিহার লুৎফুল খবীর ৫০
নয় চয় নয় আহসান হাবীব ৫০
রসগোল্লা মাহমুদ শামসুল হক ১৫০
 
ছড়া
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
অবাক পৃথিবী শেখ আনোয়ার ১০০
অন্যরকম ম্যাজিক শেখ আনোয়ার ৮০
আগামীর মানুষ এ.জে.এ মোমেন ১২০
খেলায় খেলায় বিজ্ঞান আসরাফুল হক ২০০
 
অনূদিত গ্রন্থ
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
অটোক্যাড ২০০৮ ডাঃ হায়দার আলী ২০০
বিগীনিং ওয়ার্ডপেস শাওন সুহ্নদ ২৮০
মিথ্যা জীবন সাজিদ হোসেন ১৫০
ইতিহাস ও মতবাদ সরদার তারেক ৩৬০
 
ধর্মীয় গ্রন্থ
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
মোহাম্মদ (সঃ) এর জীবনী সাঝির হোসেন ১৫০
আরবের হতিহাস মোঃ আলমগীর খান ২০০
ধর্ম, যুক্তি ও বিজ্ঞান মমিনুল হক ১৮০
মক্কার পথ আল আমিন ভুইয়া ৩৪৩
 
শিশু-কিশোরদের উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
খেলায় খেলায় শেখা তারেকুল হাসান ৫০
লেখা শিখি দিদারুল আরেফীন ৮০
মামা বাড়ি আহমেদ শামসুল ৬০
মেঘৈর উপর ঘর আবদুর রহমান ৫০
 
সায়েন্স ফিকশন
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
মনোবিজ্ঞান ও জীবন নীহার রঞ্জন সরকার ৩৫০
কম্পিউটার ইউজার গাইড মোঃ ইফতেখার ১৮০
এম এস অফিস রাশেদ হাসান ২২০
মাইক্রোসফট অফিস মৌসুমী আক্তার ৩৪০
 
কমিক
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
একের ভিতর ছয় কামরুল হায়দার ১০০
নির্বাচিত কলাম ওমর ফয়সাল ২৭৫
নাম শব্দকোষ রিফাত আলম ১৫০
 
ভৌতিক কাহিনী
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
নিম্ন চাপ কামরুজ্জামান লিটন ১৮০
মাটির অবস্থান ডাঃ নাসিম আনুজুম ১৩০
সৃষ্টিকাল রফিক আহমেদ ২৫০
প্রজেক্টস শামসুল আলম ৩৪০
 
একুশে বইমেলা ২০১২ এর নতুন বই:
বইয়ের নাম
খেলতে খেলতে গনিত শিখি
Cindenella
Snow wilte and the seven dkants
Sleeping
The little meranic
Aladdin
Beauty and the Bean

Wednesday, March 19, 2014

জ্ঞানকোষ প্রকাশনী: বিস্তারিত তথ্য

জ্ঞানকোষ প্রকাশনী


 
সৃজনশীল প্রকাশনার জগতে জ্ঞানকোষ প্রকাশনী একটি অন্যতম নাম। দীর্ঘ দুই দশক ধরে সুনামের সাথে প্রায় তিন শত গ্রন্থ প্রকাশ করেছে এই প্রকাশনা প্রতিষ্ঠানটি। তন্মধ্যে বাংলা ভাষায় কম্পিউটার বিষয়ক বই, গল্প, উপন্যাস, ধর্মীয়, সাহিত্য, ইংলিশ স্পীকিং বই অন্যতম। জ্ঞানকোষ প্রকাশনী ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর ২১শে বইমেলা এবং ঢাকা বইমেলা সহ দেশী-বিদেশী বইমেলায় অংশগ্রহণ করে থাকে। বরাবরের মতো এবছর ২০১২ এর বই মেলায় বিদ্যাপ্রকাশ অংশ নিয়েছে। বইমেলায় বিদ্যাপ্রকাশ এর স্টল নম্বর ২৫৫ এবং ২৫৬।
 

ঠিকানা এবং অবস্থান

জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার মান্নান মার্কেট (২য় তলা), ঢাকা।
ফোন: ৭১১৮৪৪৩, ০১৭১১২৭১৭১৮
ইমেইল: gyankoshprokashoni@gmail.com,
gk_tarafder@yahoo.com
১০-১১ মমতাজ প্লাজা, রোড:০৪, বাড়ি: ০৭, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৮৬২৩২৫১
৫-৭ সোবহানবাগ মসজিদ মার্কেট, ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৮১১২৪৪১, ০১৯১৪-২৬২৫২১
 

যেসকল লেখকবৃন্দের লেখা বই প্রকাশ করে থাকে

লেখক বৃন্দের নাম
হুমায়ুন আহমেদ মুহম্মদ জাফর ইকবাল ইমদাদুল হক মিলন
তসলিমা নাসরিন রবীন্দ্রনাথ ঠাকুর শরত্চন্দ্র
এস এম জাকির হুসেইন উপাধ্যক্ষ এম এ শহীদ প্রকৌ: মিয়া মোহম্মদ লোকমান
মমতাজ দৌলতানা আখতার উল আলম প্রফেসর পি কে হিট্রির
স্যার সৈয়দ আমীর আলী আব্দুল্লাহ ইউসুফ মোহাম্মদ মুহম্মদ জালালউদ্দিন বিশ্বাস
এস এম জয়নুল আবেদীন ড: শহীদুল্লাহ মৃধা শামায়েল
শেখ মোহাম্মদ ইসমাল এ জে আবদুল চৌধুরী ইকবাল শাহেদ আলী
মো: মালেক মিয়অ ফকির আবদুস সাত্তার স্কোয়াড্রন লীডার অব: মুহাম্মদ নুরুল ইসলাম
শেখ আনোয়ার সুহৃদ সরকার আহমেদ শামসুল আরেফীন
আলী ইদরিছ আইয়ুব মুহাম্মদ খান এস এস এ রুমিন
এ জে এ মোমেন সৈয়দ মো: আশরাফুল হক মুহাম্মাদ মহিউদ্দিন
মো: হাসমতুল্লাহ ফিরোজ আশরাফ ফজলে আহমেদ
আলীম আজিজ মনীশ রায় আবু তাহের সিদ্দিকী
মো: মাসুদুর রহমান রুহুল গনি (জ্যোতি) কাজী আবদুল আলীম
আতিয়ার রহমান নাহিদ রহমান সৈয়দ আশিকুল হাই
খন্দকার মাশহুদ উল হাছান সেলিমা আলিম বাপ্পি আশরাফ
আজিজুর রহমান খান বিদ্যুৎ মজুমদার মোজাহেদুল ইসলাম ঢেউ
ওমর ফয়সাল তরিকুল ইসলাম চৌধুরী কামরুল হায়দার
মৌসুমী আক্তার প্রকৌশলী স্যামুয়েল মল্লিক নীহাররঞ্জন সরকার
 

২০১১ সালে প্রকাশিত কয়েকটি নতুন বই

ক্র:নং
বইয়ের নাম
লেখক
মূল্য
০১.
হিমু এবং রাশিয়ান পরী হুমায়ুন আহমেদ
১৫০.০০
০২.
কিশোর উপন্যাস সমগ্র (৪) মুহম্মদ জাফর ইকবাল
৪০০.০০
০৩.
আলোর সারথী উপাধ্যক্ষ এম এ শহীদ
২৫০.০০
০৪.
আধ্যাত্মিক বুদ্ধির বিকাশ এস এম জাকির হুসাইন
১৪০.০০
০৫.
অন্তরের অসুখ ও আধ্যাত্মিক দাওয়াই এস এম জাকির হুসাইন
১২০.০০
০৬.
অন্তরের তীর্থযাত্রা এস এম জাকির হুসাইন
১৮০.০০
০৭.
মেঘের আড়ালে সূর্য: সত্যকে দেখার অব্যর্থ উপায়। এস এম জাকির হুসাইন
১৭০.০০
০৮.
বীজগণিতও মজার হতে পারে আতিয়ার রহমান
১২০.০০
০৯.
বুদ্ধি ও রঙ্গরস আতিয়ার রহমান
২৪০.০০
১০.
ইন্টারনেটে আত্মকর্মসংস্থান মো: মিজানুর রহমান
২৫০.০০
১১.
সিসকো নেটওয়ার্কিং সুহৃদ সরকার
৩৪০.০০
১২.
কমপিউটার হার্ডওয়্যার মেইনট্যানেন্স এন্ড ট্রাবলসুটিং ইঞ্জি: মোমিনুল হক
৩০০.০০
১৩.
অ্যাডভান্স মোবাইল ফোন ইঞ্জিনীয়ারিং ইঞ্জি: সফিকুল ইসলাম
৩০০.০০
১৪.
নূরী ও পিয়ালদের গল্প হাসাল মালেক
৬০.০০
১৫.
বন্য প্রাণীর অন্য আচরণ শেখ আনোয়ার
১৫০.০০
১৬.
কবি-কবিতা সমালোচনা ও বিবিধ নাসির চৌধুরী
৭০.০০
১৭.
প্রেমের গল্প নাসির চৌধুরী
৮০.০০
১৮.
চাঁদ বলো তুমি সতন্ত্র নাসির চৌধুরী
৭০.০০
 

অন্যান্য প্রকাশনা

জ্ঞানকোষ প্রকাশনী উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর পাঠ্য বই প্রকাশের পাশাপাশি বাংলা-ইংরেজী অভিধান, শিশুতোষ বিষয়ক বই প্রকাশ করে থাকে।
উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর পাঠ্য বই
অভিধান
(১) মনোবিজ্ঞান ও জীবন (স্নাতক ও স্নাতকোত্তর)
লেখক: নীহাররঞ্জন সরকার
  • Joy Pocket Eng to Beng Dictionary
  • Joy Pocket Beng to Eng Dictionary
  • জয় নব অভিধান
  • জয় শব্দ সঞ্চয়িতা বাংলা অভিধান
  • Joy Standard Pocket Eng to Beng Dict.
  • Joy Standard Pocket Beng to Eng Dict.
  • Joy Orient Mini Pocket Eng to Beng Dict.
  • Joy Orient Mini Pocket Beng to Eng Dict.
  • Joy Learners Pocket Dict.
  • Joy Children Dictionary.
  • Joy Medical Ditionary
 
(২) মনোবৈজ্ঞানিক ইতিহাস ও মতবাদ
লেখক: নীহাররঞ্জন সরকার
(৩) শিক্ষণ তত্ত্ব
লেখক: নীহাররঞ্জন সরকার
(৪) অস্বাভাবিক মনোবিজ্ঞান
লেখক: নীহাররঞ্জন সরকার
(৫) অস্বাভাবিক মনোবিজ্ঞান
লেখক: মঞ্জুর আহমদ
(৬) মনোসমীক্ষণ মতধারা
লেখক: মঞ্জুর আহমদ
(৭) উত্পাদন ব্যবস্থাপনা
লেখক:ড: নাসিম আনজুম
(৮) আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান
লেখক: রফিক আহমেদ
(৯) নুর মোহাম্মদ ও পরিবেশবিদ্যা পরিচিতি
লেখক: নুর মোহাম্মদ ও মু. শামসুল আলম
শিশুতোষ প্রকাশনী
  • এসো লেখা শিখি ১
  • এসো লেখা শিখি ২
  • Writing ABC (Capital Letters)
  • Writing ABC (Small Letter)
  • Rhymes for fun A
  • Rhymes for fun B
  • Rhymes for fun C
  • Rhymes for fun D
  • Table Book
  • Alphabet and General Knowledge
 

দেশের বাইরে জ্ঞানপ্রকাশ

বিদেশে পরিবেশক
ভারত
যুক্তরাষ্ট্র
রীতা ইন্টারন্যাশনাল
৩৬ পি এন ব্যানার্জী রোড,
নতুন পল্লী নিমতা, কোলকাতা-৭০০০৪৯
মোবা: ৯৮৩০৪৩৯৬৭৯, ৯৮৩৬০৪৬০৬৭, ২৫১৩৮৩৫৯
মুক্তধারা
৩৯-২৫, স্ট্রিট, ২ ই উডসাইড, নিউইয়র্ক-১১৩৭৭।
ফোন: ৭১৮-৪৫৮-৩৬১৬
 
অবসর
জেকসন হাইটস, নিউ ইয়র্ক- ১১৩৭২
ফোন: ৭১৮-৩৯৭৮১৭৩
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
রুপসী বাংলা
২২০ টুটিং হাই স্ট্রিট
লন্ডন এস ডব্লিউ ১৭ ওএসজি
ফোন: ০১৮১-৬৭২৭৮৪৩
 
সঙ্গীতা লিমিটেড
২২ ব্রিক লেন, লন্ডন, যুক্তরাজ্য।
সঞ্জীব কুমার মহাজন
৫ ফ্যালকন ক্রিসেন্ট এন এস ডব্লিউ
সিডনি, অস্ট্রেলিয়া।
ফোন: ০১২-৬১২-৯৬৭৩-৩১৩৪
 

বই সরবরাহ পদ্ধতি

প্রতিষ্ঠানটি সাধারন পাঠাগার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যেকোন শিক্ষা প্রতিষ্ঠান ও পুস্তক বিক্রেতাদের বিশেষ কমিশনে বই সরবরাহ করে থাকে। এখানে নিজস্ব প্রকাশিত বই ছাড়াও অন্যান্য প্রকাশকের বই সরবরাহ করা হয়। প্রতি অর্ডারের জন্য অগ্রিম মূল্য পাঠাতে হয়। অর্ডার দেওয়ার সময় নাম, ঠিকানা, ডাকঘর, উপজেলা/থানা ও জেলার নাম পরিস্কারভাবে উল্লেখ করতে হয়। এছাড়া প্রিয়জনকে কোন বই পাঠাতে এই প্রতিষ্ঠান সহযোগীতা করে থাকে। এজন্য অগ্রিম ডাক মাশুলসহ বইয়ের মূল্য এবং সার্ভিস চার্জ দিতে হয়। ট্রেন, বাস, ট্রান্সপোর্ট, লঞ্চ বা বিমানের সাহায্যে বই নিলে ষ্টেশনের নাম ও বুকিং অফিসের নাম অবশ্যই উল্লেখ করতে হয়। প্রতিষ্ঠান বাংলাদেশের বাইরেও বই প্রেরণ করে থাকে।

Monday, March 17, 2014

ইত্যাদি গ্রন্থ প্রকাশ: বিস্তারিত তথ্য

 ইত্যাদি গ্রন্থ প্রকাশ


ইত্যাদি গ্রন্থ প্রকাশ ২০০৩ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই সৃষ্টিশীল বিষয়ভিত্তিক ও আত্ম জীবনি মূলক বই প্রকাশ করে বেশ সুনাম কুড়িয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন করে আসছে। বই মেলায় স্টল নম্বর ২৩৫, ২৩৬, ২৩৭। বই মেলা উপলক্ষ্যে বিশেষ কোন অফার নেই।
 
অবস্থান
বাংলাবাজার পোস্ট অফিস থেকে ৩০০ গজ পূর্ব-দক্ষিণ কোণে কম্পিউটার মার্কেটের তৃতীয় তলায় প্রকাশনীটি অবস্থিত।
 
ঠিকানা
৩৮/৩, বাংলাবাজার, ঢাকা- ১০০০
ফোন- ৭১২৪৭৬০
মোবাইল- ০১৭১২-২৩৫৩৪২, ০১৭১৫-৪২৮২১০
ই-মেইল- ittadisutrpat@yahoo.com
 
প্রকাশিত বইয়ের ধরন
  • গল্প
  • উপন্যাস
  • কবিতা
  • ভৌতিক কাহিনী
  • রম্য কাহিনী
  • গোয়েন্দা কাহিনী
  • এ্যাডভেঞ্চার
  • নন ফিকশন
  • সায়েন্স ফিকশন
  • কিশোর সাহিত্য
  • কিশোর উপন্যাস
  • শিকার কাহিনী
  • পিচাশ কাহিনী
  • অনুবাদ
  • আত্নোন্নয়ন
  • ওয়েস্টার্ন
 
প্রকাশনীর সেবা (সার্ভিস)
  • প্রকাশনীতে খুচরা বই বিক্রয় করা হয়।
  • গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।
  • এই প্রকাশনী বছরের সব সময় বই প্রকাশ করে থাকে।
  • নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে প্রথমে পান্ডুলিপি জমা নেয়া হয়। এরপর বোর্ড বসে পান্ডলিপিটি যাচই করে। পান্ডুলিপিটির ভাষা, বিষয় এবং লেখনী ভাল হলে পান্ডুলিপিটি সিলেক্ট করা হয়।
  • পান্ডুলিপিটি সিলেক্ট হলে বই প্রকাশের জন্য তা জমা রাখা হয়। আর সিলেক্ট না হলে পান্ডুলিপিটি লেখককে ফেরত দেওয়া হয়।
  • পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে প্রথমেই লেখকের সাথে চুক্তি করা হয়। চুক্তি অনুসারে বইটি বাজারে চললে লেখক ৫০% কমিশন পায়। এরপর আরো ১৫% কমিশন পেয়ে থাকে লেখক।
  • প্রকাশনা সংস্থাই নিজেরাই পরিবেশক হিসেবে কাজ করে।
 
একুশে বই মেলায় প্রকাশিত
 
উপন্যাস
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
যমুনা নদীর মুশায়রা
সেলিনা হোসেন
৪৫০
আগুন পাখি
হাসান আজিজুল হক
 ১২০
সোহাজের
হরিপদ দত্ত
১৪০
দুহিত্তা
জাহানারা নওশীদ
১০০
রাজনীতি
স্বকৃত নোমান
২০০
প্রিয় বন্ধন
হাসিনা মমতাজ
১২০
অতলে অনল
সুফিয়া জাহান
১২০
 
গল্প
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
শ্রেষ্ঠ গল্প
ঝর্ণা দাশ পুরকায়স্থ
৩৫০
কল্পনা সেপাই চাকমা ও বাজার
জাকির তালুকদার
৯০
বিনি পয়সার নীল গল্প
সৈয়দ শামসুল হক
১০০
প্রতি রূপকল্পের গল্প
হরিপদ দত্ত
১৩০
নারীবাদী গল্প
পূরবী বসু
১৩০
 
কবিতা
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
ভালোবাসার রাতে
সৈয়দ শামসুল হক
১০০
কবিতা সমগ্র
মোহাম্মদ রফিক
৩৫০
আকাশ সংশয়
তানজিম ইসলাম
৮০
হাড়ের আসবাব
জাবেদ ভূঁইয়া
৮০
পরিবেশ কবিতা
রফিক আজাদ
১৩০
স্বাধীনতার কবিতা
ওমর আলী
১৩৫
একুশের কবিতা
চন্দন চৌধুরী সম্পাদিত
১৩৫
মুক্তিযুদ্ধের কবিতা
চন্দন চৌধুরী সম্পাদিত
১৩৫
ভাঙ্গা প্রেম ভাঙ্গা জোছনার প্রেম
আখতার জামান
১২০
 
রম্য কাহিনী
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
সন্তানের জন্য আপনার করণীয়
আব্দুল মান্নান মান্না
৭০
মিস্টার লেট
নুল হক জীবন
৭০
তারকাদের রসবচন
জিন্নাত রিপা
১২০
 
ধর্মীয় গ্রন্থ
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
গরীবে নেওয়াজ খাজা মাইনুদ্দীন হাসান চিশতি (রঃ)
শেখ মোঃ ইব্রাহীম
৩০০
মানবতার সেবা ও ইসলাম
আব্দুল সালাম খান পাঠান
১২০
ইসলাম ও নারী
হাসানুজ্জামান খসরু
১৪০
 
অনূদিত গ্রন্থ
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
নির্বাচিত মাহমুদ দারবিশ
হায়াৎ মাহমুদ
১০০
ত্রিস্তঁ ও এজোন ডাররেমোন্স
ডঃ সদরুদ্দীন আহমেদ
২০০
যাযাবর
কাহলিল জিবরান ও চন্দন চৌধুরী
৮০
মদুসুদনের চিঠি
খসরু পারভেজ
২০০
রোবেন আইল্যান্ড
এমআর এ তাহা
১৬০
বিদেশি প্রেমের গল্প
মনোজিৎ কুমার দাস
৮০
উম্মাদ
অবনি অনার্ম
৬০
ম্যান্ডেলা
এমআর এ তাহা
৬০
 
শিশু-কিশোরদের উপন্যাস
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
মা
হাসানুজ্জামান খসরু
৬০
পটল ডাভার পটলা
মঈন শেখ
৮০
রোবো সক্রেটিস
বানা জামান
১২০
 
ভৌতিক কাহিনী
নাম
লেখকের নাম
মূল্য (টাকা)
দুই বাংলার ভূতের ছড়া
নাসের মাহমুদ
১৪০
ভূতের রাজ্যে সন্তুমামা
মনোজিৎ কুমার দাস
৭০
নির্বাচিত ভূতের গল্প
আদিত্ড অন্তর
১২০
আকুম-বাকুম
সরদার আবদুল হাসান
৭০

Wednesday, February 26, 2014

বইমেলা ও লেখক হওয়ার সহজ উপায়

বইমেলা ও লেখক হওয়ার সহজ উপায়
- রূপ অরূপ-সাজজাদ হোসাইন খান

বইমেলার উত্তাপ আর মাত্র দু-একদিন। তারপর ভাঙবে মিলনমেলা। খাঁ খাঁ করবে বাঙলা একাডেমীর প্রাঙ্গণ। এরপর আগামী মেলার অপেক্ষা। এবারও উৎসাহ ছিল, উচ্ছবাস ছিল, বই প্রকাশের আনন্দ ছিল। একুশের বইমেলা বা ফেব্রুয়ারি মাস এখন বই প্রকাশের মাস। এ মাসে প্রকাশকদের যেমন ব্যস্ততা বেড়ে যায় পাশাপাশি লেখকরাও ব্যস্ত থাকেন যে করেই হোক মেলায় নিজকে উপস্থাপনের আশায়। প্রতিবারের মত এবারও নতুন বই প্রকাশ পেয়েছে বিপুল। পত্রিকায় এসেছে প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা নাকি প্রায় আড়াই হাজারের মত। যেখানে সারা বছরে আড়াইশ বই প্রকাশ পায় কিনা সন্দেহ সেখানে এত বিপুল সংখ্যার বই বাজারে আসা সত্যিই প্রকাশকদের জন্য একটি ইতিবাচক দিক। মেলায় ব্যবসাটাও মন্দ হয় না। নেতিবাচক দিক হলো নতুন প্রকাশিত বইগুলোর অধিকাংশেরই মান, বিষয় এবং সাহিত্যিক মূল্য ভিষণভাবে নিম্ন এবং অপাঠ। ইতোমধ্যে মুখ খেলেছেন অনেকেই। পত্রিকায়ও এসব মতামত ছাপা হয়েছে। নতুন প্রকাশিত এত বিপুল সংখ্যার বই থেকে যদি আড়াইশ বইও আলাদা করা যেত যেগুলোতে সৃজনী প্রতিভার স্বাক্ষর আছে, মেধা এবং জ্ঞানের ঔজ্জ্বল্য আছে তাহলেও হয়তো মনকে প্রবোধ দেয়া যেত। তুল্য মূল্যে দেখা যাবে আঙ্গুলে গোনা আট-দশখানা বাদে আর সব সস্তা চিন্তার স্বপ্নপুরী। যে স্বপ্ন এককাপ চা পান করতে করতেই ফুরিয়ে যায়। ইদানীং আমাদের অনেক নামিদামি লেখকও পরিশ্রম করতে নারাজ। যে কারণে এত দীর্ঘ সময়ের ব্যবধানেও আমাদের তেমন কোন উল্লেখযোগ্য অর্জন নেই। না সাহিত্যে, না ইতিহাসে না, জ্ঞান বিজ্ঞানে। যা কিনা জাতিকে দিশা দেবে। একটি চিন্তাশীল উপন্যাসও জাতির মুক্তির পথকে প্রশস্ত করতে সক্ষম।

আজকাল লেখক হওয়াটা কোন বিষয়ই নয়। অধ্যবসায়ের কোন প্রয়োজন নেই, পড়াশোনার প্রয়োজন নেই, প্রয়োজন নেই চিন্তা-ভাবনার। লেখক হবার মূলশক্তি এখন অর্থবিত্ত। আমলার বউ, মন্ত্রীর ড্রাইভার আর এমপির মেয়েরা এখন লেখকের তালিকার শীর্ষে। এসব মৌসুমী লেখকদের জন্য প্রস্তুত থাকে মৌসুমী প্রকাশকরা। মেলার আগেভাগে জন্ম নেয়া ‘ওয়ান টাইম' প্রকাশকগণ কৈয়ের তেলে কৈ ভাজেন। সে ভাজা সুস্বাদ হলো না বিস্বাদ হলো তা দেখার সময় তাদের থাকে না। এসব দেখার প্রয়োজনও তারা বোধ করে না। তাদের নজর অর্থের দিকে। আর লেখকের আগ্রহ বই প্রকাশের দিকে। লেখাটি প্রকাশযোগ্য কিনা মৌসুমী প্রকাশকরা যেমন ভাবে না মৌসুমী লেখকরা তো মনে করেন তার সৃষ্টি বিশ্বমানের। যদিও এসব বইয়ের অধিকাংশই অখাদ্য-কুখাদ্য। এ ধারা যদি অব্যাহত থাকে এবং নিয়ন্ত্রণহীন হয় তাহলে তো প্রকাশনার জগত জঙ্গলে পূর্ণ হবে। এরিমধ্যে যা প্রকাশ পেয়েছে তার অধিকাংশই জঞ্জাল। এসব অখাদ্য-কুখাদ্য ছাপতে গিয়ে ধ্বংস হচ্ছে কাগজ-কালি। কাগজের দাম বাড়ছে ছাপার মূল্যও বেড়ে যায় শনৈ শনৈ। মূল্য বৃদ্ধি পায় বইয়ের, প্রকৃত প্রকাশকরা পড়েন বিপদে। পাঠক-ক্রেতারও গুনতে হয় বেশি অর্থ। তাই বই প্রকাশেরও একটা নীতিমালা থাকা প্রয়োজন। ন্যূনতম মান বজায় রেখে বই প্রকাশ করা উচিত। মৌসুমী লেখকদেরও উচিত লেখা শুরুর আগেই বই প্রকাশের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা। অবশ্য এজন্যে দায়ী মৌসুমী প্রকাশকরা। তাদের উৎসাহেই অনেকে বই প্রকাশে আগ্রহী হয়ে উঠেন। অনেক সৃষ্টিশীল প্রতিভা নিজেদের ভাবনা-বিবেচনা উপস্থাপন করতে পারেন না; অর্থের অভাব, প্রতিপত্তির অভাব। প্রকাশকরাও তাদের খোঁজ রাখে না। সংগীতের জগতেও একই ধারা প্রবাহিত হচ্ছে। এখানে এখন আর সাধনার দরকার নেই, গলার দরকার নেই। টাকা থাকলে গায়ক হওয়া যায়, গীতিকার হওয়া যায়। গানের ক্যাসেট বাজারে আসছে শতশত। বড় বড় পোস্টার-বিজ্ঞাপন। সংগীতের জগতেও বইয়ের জগতের মতই মানসম্পন্ন গলা এবং গানের অভাব প্রকট। কেবল লম্ফঝম্ফই সার। নকলের ভিড়ে আসল এখন নির্জীব। এবারের বইমেলাও এর ব্যতিক্রম নয়। 
বই তো শুধু আনন্দের জন্যেই পাঠ করে না, জ্ঞান আহরণের প্রয়োজনেও পাঠ করে। বই নীতিবোধ শিখায়, সভ্যতা শিখায়, দেশের প্রতি মমত্ববোধ শিখায়, জাতীয় ইতিহাস-ঐতিহ্য জানতে সাহায্য করে। বইমেলায় এই রকম বই কতটা প্রকাশ পেয়েছে বা পায়? বইমেলায় প্রচুর বই বিক্রি হয়, এবারও এর ব্যতিক্রম নয়। বেশি বিক্রির অর্থ এ নয় যে, লেখার মান উন্নত হয়েছে। মেধাসম্পন্ন বই জ্ঞানের বই বা গল্প উপন্যাস কবিতার বইও হতে পারে। ইতিহাসের বই হতে পারে ধর্ম আশ্রয়ী বই হতে পারে। প্রকাশকদের মত হল এ জাতীয় বইয়ের কাটতি কম। লেখক এবং প্রকাশক পাঠকের রুচিবোধকে বদলে দিতে পারেন। ভাল বই লিখলে এবং প্রকাশ করলে ভাল পাঠাকেরও অভাব হবে না বোধ হয়। মেধাশূন্য বই বাজারে এনে পাঠকের রুচিবোধকে ধ্বংস করা হচ্ছে প্রকারান্তরে। মেলার আয়োজকগণ এই দিকটির প্রতি তীক্ষ্ণ নজর দিলে একটা গতি হতে পারে হয়তো। শিশুরা জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তাই পঠন পাঠ তাদেরকে সেভাবেই তুলে আনা প্রয়োজন। কিন্তু তাদের হাতে ভূত আর পেত্নীর বই তুলে দিচ্ছি। এবারের মেলায়ও ভূত-পেত্নী আর আজগবি গালগল্পের বইয়ে সয়লাব। অভিভাবকরাও সন্তানদের হাতে উঠিয়ে দিচ্ছেন এসব বই। শিশুরা এগুলো থেকে কিছুই শিখতে পারছে না। শিশুরা যাতে করে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দেশপ্রেম জাগরিত হয়, পাঠযোগ্য এমন বই কই? গল্প, কাহিনীর পাশাপাশি সহজ ভাষায় বড় বড় মনীষীর জীবনী পাঠে শিশুদের আগ্রহী করে তোলা দরকার। এমন প্রয়াসের কোন লক্ষণ তো দেখা যায় না কোন মেলাতেই। অভিভাবকরা এ ব্যাপারে সক্রিয় হতে পারেন। শিশুদের পাঠের রুচিতে পরিবর্তন আনার ব্যাপারে সহায়তা করতে পারে প্রকাশকরা, লেখকরা। প্রকৃত শিশু-সাহিত্য বলতে যা বুঝায় দেশে এমন সাহিত্য অপ্রতুল। প্রকাশে পরিপাট্য থাকতে পারে কিন্তু সাথে মেধা এবং সৃষ্টিশীলতা না থাকলে শুধু চাকচিক্যে তেমন উপকারে আসে না। তাই পরিকল্পনামাফিক শিশুসাহিত্য সৃষ্টিতে অগ্রসর হতে হয়। পরিকল্পনার অভাব এবং সচেতনতার অভাব সাহিত্যের এই অংশটি এখনো নিষ্ফলা প্রায়। তাই শিশুদের মেধার ঘরটি এখন ভূত-পেত্নীর বৈঠকখানা। এই ধারা প্রবল হলে সর্বনাশের সমূহসম্ভাবনা।
বইমেলা আগামীতেও আসবে। তাই এখন থেকেই প্রকাশকদের মনস্থির করা উচিত মানসম্পন্ন বইয়ের বাইরে আর কোন প্রকাশনা নয়। উন্নত দেশগুলোতে সব বড় প্রকাশকেরই সম্পাদনা বোর্ড থাকে। ভালো সম্পাদনার পরই পান্ডুলিপি তারা প্রকাশ করে। এদেশেও হাতেগোনা কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়া কারো এ ধরনের কোন ব্যবস্থা নেই। যে জন্যে অখাদ্য-কুখাদ্য এত সহজে বাজারে চলে আসে। এমনটা কোনভাবেই হওয়া প্রত্যাশিত নয়।