মনের
খোরাক আর জীবনযাপনের চাহিদা দুটোই মিটতে পারে প্রকাশনা ব্যবসায়। ‘প্রকাশনা
ব্যবসা এখন কত বড় হয়েছে, তা বইমেলার দিকে তাকালেই বোঝা যায়। আগে যেখানে
মেলার প্রতি ১০০ দর্শনার্থীর মধ্যে পাঁচ-দশ জন বই কিনতেন, এখন সেখানে ২০-৩০
জন বই কিনছেন,’ বললেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর
রহমান নাইম। নাইমের বিশ্বাস, ‘আগামী ১০ বছরের মধ্যে প্রকাশনা ব্যবসা আরো
ভালো পর্যায়ে চলে যাবে।’ বাস্তবিকই প্রকাশনা ব্যবসার ব্যাপ্তি আগের তুলনায়
অনেক বেড়ে গেছে। নবীনদের এ পেশার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে উৎসাহ দিতে
গিয়ে নাইম বলেন, ‘এই পেশার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এতে সামাজিক অবস্থান
এবং অর্থনৈতিক উন্নতিÑদুটো একসঙ্গেই হতে পারে। পেশাটিও এমন, যেখানে
স্বকীয়তা ও সৃজনশীলতার ছাপ রাখা যায় সহজেই।’
যেভাবে শুরু করবেন : যে কোনো ব্যবসা শুরুর প্রথম ধাপে ট্রেড লাইসেন্স করতে হয়। ট্রেড লাইসেন্সের পরের ধাপগুলো সম্পর্কে অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, ‘প্রকাশনা প্রতিষ্ঠান গড়ার জন্য নিজস্ব কম্পিউটার সেটআপ থাকা ভালো। যদিও কেউ ইচ্ছা করলে বাইরে থেকেও কাজ করিয়ে নিতে পারেন।’ তিনি আরো জানান, বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানের নিজেদেরই প্র“ফ সেকশন থাকে। তবে এ কাজটিও বাইরে থেকে করিয়ে নেয়া সম্ভব। বই প্রকাশের জন্য অবশ্যই প্রয়োজন মুদ্রণযন্ত্র। তবে ছাপাখানা যে নিজেরই থাকতে হবেÑএমন কোনো কথা নেই। বাইরের কোনো ছাপাখানা থেকেও চুক্তির ভিত্তিতে ছাপার কাজটি করিয়ে নেয়া যেতে পারে। এ ব্যাপারে মাজহারুল ইসলাম জানান, বেশিরভাগ প্রকাশনা প্রতিষ্ঠানেরই নিজস্ব ছাপাখানা নেই। ঢাকার আরামবাগ, নীলক্ষেত, বাংলাবাজার প্রভৃতি এলাকায় অনেক ছাপাখানা আছে, যেখানে আরো অনেক কিছু ছাপানো হয়। বাঁধাইয়ের কাজটিও এ রকমভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে করিয়ে নেয়া যাবে। তবে প্রকাশনা ব্যবসার সব কিছুই নির্ভর করবে, আপনি কত টাকা বিনিয়োগ করছেন তার ওপর। বেশি বিনিয়োগকারীর পুরো সেটআপই নিজস্ব হতে পারে। কম হলে প্রায় সব কাজই বাইরে থেকে করিয়ে নেয়া যাবে। তবে নিজস্ব কম্পিউটার ও প্র“ফ সেকশন না থাকলে মানসম্মত কাজ করা কঠিন হয়ে পড়ে।
কেমন পুঁজি প্রয়োজন : প্রকাশনা ব্যবসার বিনিয়োগ নানা আকারের হতে পারে। পুঁজি সম্পর্কে মাজহারুল ইসলাম বলেন, ‘আট-দশ লাখ টাকা বিনিয়োগ করেও স্বল্প পরিসরে প্রকাশনা ব্যবসা শুরু করা যেতে পারে, তবে নিজস্ব সেটআপ করতে হলে ২০-২৫ লাখ টাকার প্রয়োজন।’ বিনিয়োগের খাতগুলো সম্পর্কে তিনি বলেন, ‘অফিস, ডেকোরেশন, কম্পিউটার সেকশন স্থাপনÑসব মিলিয়ে ১০ লাখ টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। আর আশি পৃষ্ঠার বিশটি বই ৫০০ পিস করে ছাপাতে সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন। তিনি জানান, একুশে বইমেলায় স্টল দিতে হলে প্রকাশনা সংস্থার ন্যূনতম ২০টি বই থাকতে হবে।
লাভের হিসাব-নিকাশ : ব্যবসায় না নেমে আগে থেকে লাভের হিসাব করা সম্ভব নয়। তবে যিনি যত বেশি মেধা প্রয়োগ করবেন, ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারবেন, তিনি তত বেশি সফল হবেন। সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে সৃজনশীল প্রকাশনার ক্ষেত্র এখনো পুরোপুরি পেশাদার হয়ে ওঠেনি। তবে যাঁরা প্রকাশনা ব্যবসায় যুক্ত আছেন, তারা এটাকে পেশা হিসেবে নিয়ে নানা কৌশল ব্যবহার করে লাভ বের করে নিচ্ছেন।’
টিকে থাকার কৌশল : প্রকাশনা ব্যবসায় নামতে চাইলে বড় পুঁজি নিয়ে নামাই ভালো। তবে প্রকাশনা শিল্পের সঙ্গে যারা বিভিন্ন ভাবে জড়িত, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকলে কম বিনিয়োগেও এ ব্যবসায় নামা যায়Ñনিজের উদাহরণ টেনে এ কথা বলেন প্রকাশনা প্রতিষ্ঠান পাঠসূত্রের নির্বাহী পরিচালক রাজীব নূর। তিনি বলেন, ‘এ পেশায় টিকে থাকতে হলে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি বইয়ে বিজ্ঞাপনের বদলে একটি প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকার বই বিক্রি করেছি। এর মাধ্যমে আমি নিজের বিনিয়োগকে নিরাপদ জায়গায় আনতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘নিজের প্রকাশনার লেখককে জনপ্রিয় করার পরিকল্পনাও প্রকাশকের মধ্যে থাকতে হবে। এজন্য মেধা, বুদ্ধি ও মননের ব্যবহার করতে হবে। শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না, ভালো মার্কেটিং নেটওয়ার্কও গড়ে তুলতে হবে।’
সফল হতে চাইলে : প্রকাশনা ব্যবসায় সফলতা অর্জনের জন্য একজন নবীন প্রকাশককে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে, সেগুলো সম্পর্কে বলতে গিয়ে অবসরের কর্ণধার ফজলুর রহমান ও ঐতিহ্যের আরিফুর রহমান নাইম জানানÑ
* সঠিক ব্যবসা পরিকল্পনা ও বিপণন দক্ষতার প্রয়োজন।
* ভালো প্রকাশকের অত্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা সব ধরনের লেখকের সঙ্গে সুসম্পর্ক ও ভালো যোগাযোগ।
* বইয়ে যেন বানান ভুল না থাকে, যেন সুসম্পাদিত হয় তা নিশ্চিত করতে হবে। ভালো ছাপা, মানসম্মত বাঁধাই, প্রচ্ছদÑএসব দিকসহ প্রকাশনার মানের দিকে তীক্ষè নজর দিতে হবে। কারণ বাজার এখন দারুণ প্রতিযোগিতামূলক।
* সৃজনশীল এ পেশায় ভালো করতে হলে প্রকাশককেও সৃজনশীল হতে হবে। তার মধ্যে থাকতে হকে উদ্ভাবনী ক্ষমতা।
* ব্যবসায়িকভাবে সফলতা পেতে জনপ্রিয় লেখকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখা প্রয়োজন। তবে খ্যাতনামা লেখকদের লেখা পেতে চাইলে আগে ভালো বই বের করতে হবে, যাতে তিনি আস্থা রাখতে পারেন।
* লেখকদের সম্মানী সময়মতো পরিশোধ করতে হবে। প্রয়োজনে অগ্রিম দিতে হবে। এজন্য লেখকের সঙ্গে চুক্তি করে নেয়াটাই ভালো।
* ভালো মানের বই পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* বিক্রি বাড়াতে প্রকাশক ঋতুভিত্তিক বই উৎসব, বইমেলার আয়োজন করে পাঠক তৈরি করতে পারেন। প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করে, বই পুরস্কার দিয়েও পাঠক তৈরি করা সম্ভব।
যেভাবে শুরু করবেন : যে কোনো ব্যবসা শুরুর প্রথম ধাপে ট্রেড লাইসেন্স করতে হয়। ট্রেড লাইসেন্সের পরের ধাপগুলো সম্পর্কে অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, ‘প্রকাশনা প্রতিষ্ঠান গড়ার জন্য নিজস্ব কম্পিউটার সেটআপ থাকা ভালো। যদিও কেউ ইচ্ছা করলে বাইরে থেকেও কাজ করিয়ে নিতে পারেন।’ তিনি আরো জানান, বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানের নিজেদেরই প্র“ফ সেকশন থাকে। তবে এ কাজটিও বাইরে থেকে করিয়ে নেয়া সম্ভব। বই প্রকাশের জন্য অবশ্যই প্রয়োজন মুদ্রণযন্ত্র। তবে ছাপাখানা যে নিজেরই থাকতে হবেÑএমন কোনো কথা নেই। বাইরের কোনো ছাপাখানা থেকেও চুক্তির ভিত্তিতে ছাপার কাজটি করিয়ে নেয়া যেতে পারে। এ ব্যাপারে মাজহারুল ইসলাম জানান, বেশিরভাগ প্রকাশনা প্রতিষ্ঠানেরই নিজস্ব ছাপাখানা নেই। ঢাকার আরামবাগ, নীলক্ষেত, বাংলাবাজার প্রভৃতি এলাকায় অনেক ছাপাখানা আছে, যেখানে আরো অনেক কিছু ছাপানো হয়। বাঁধাইয়ের কাজটিও এ রকমভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে করিয়ে নেয়া যাবে। তবে প্রকাশনা ব্যবসার সব কিছুই নির্ভর করবে, আপনি কত টাকা বিনিয়োগ করছেন তার ওপর। বেশি বিনিয়োগকারীর পুরো সেটআপই নিজস্ব হতে পারে। কম হলে প্রায় সব কাজই বাইরে থেকে করিয়ে নেয়া যাবে। তবে নিজস্ব কম্পিউটার ও প্র“ফ সেকশন না থাকলে মানসম্মত কাজ করা কঠিন হয়ে পড়ে।
কেমন পুঁজি প্রয়োজন : প্রকাশনা ব্যবসার বিনিয়োগ নানা আকারের হতে পারে। পুঁজি সম্পর্কে মাজহারুল ইসলাম বলেন, ‘আট-দশ লাখ টাকা বিনিয়োগ করেও স্বল্প পরিসরে প্রকাশনা ব্যবসা শুরু করা যেতে পারে, তবে নিজস্ব সেটআপ করতে হলে ২০-২৫ লাখ টাকার প্রয়োজন।’ বিনিয়োগের খাতগুলো সম্পর্কে তিনি বলেন, ‘অফিস, ডেকোরেশন, কম্পিউটার সেকশন স্থাপনÑসব মিলিয়ে ১০ লাখ টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। আর আশি পৃষ্ঠার বিশটি বই ৫০০ পিস করে ছাপাতে সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন। তিনি জানান, একুশে বইমেলায় স্টল দিতে হলে প্রকাশনা সংস্থার ন্যূনতম ২০টি বই থাকতে হবে।
লাভের হিসাব-নিকাশ : ব্যবসায় না নেমে আগে থেকে লাভের হিসাব করা সম্ভব নয়। তবে যিনি যত বেশি মেধা প্রয়োগ করবেন, ব্যবসায়িক কৌশল অবলম্বন করতে পারবেন, তিনি তত বেশি সফল হবেন। সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে সৃজনশীল প্রকাশনার ক্ষেত্র এখনো পুরোপুরি পেশাদার হয়ে ওঠেনি। তবে যাঁরা প্রকাশনা ব্যবসায় যুক্ত আছেন, তারা এটাকে পেশা হিসেবে নিয়ে নানা কৌশল ব্যবহার করে লাভ বের করে নিচ্ছেন।’
টিকে থাকার কৌশল : প্রকাশনা ব্যবসায় নামতে চাইলে বড় পুঁজি নিয়ে নামাই ভালো। তবে প্রকাশনা শিল্পের সঙ্গে যারা বিভিন্ন ভাবে জড়িত, তাদের সঙ্গে সুসম্পর্ক থাকলে কম বিনিয়োগেও এ ব্যবসায় নামা যায়Ñনিজের উদাহরণ টেনে এ কথা বলেন প্রকাশনা প্রতিষ্ঠান পাঠসূত্রের নির্বাহী পরিচালক রাজীব নূর। তিনি বলেন, ‘এ পেশায় টিকে থাকতে হলে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হবে।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি বইয়ে বিজ্ঞাপনের বদলে একটি প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকার বই বিক্রি করেছি। এর মাধ্যমে আমি নিজের বিনিয়োগকে নিরাপদ জায়গায় আনতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘নিজের প্রকাশনার লেখককে জনপ্রিয় করার পরিকল্পনাও প্রকাশকের মধ্যে থাকতে হবে। এজন্য মেধা, বুদ্ধি ও মননের ব্যবহার করতে হবে। শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না, ভালো মার্কেটিং নেটওয়ার্কও গড়ে তুলতে হবে।’
সফল হতে চাইলে : প্রকাশনা ব্যবসায় সফলতা অর্জনের জন্য একজন নবীন প্রকাশককে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে, সেগুলো সম্পর্কে বলতে গিয়ে অবসরের কর্ণধার ফজলুর রহমান ও ঐতিহ্যের আরিফুর রহমান নাইম জানানÑ
* সঠিক ব্যবসা পরিকল্পনা ও বিপণন দক্ষতার প্রয়োজন।
* ভালো প্রকাশকের অত্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা সব ধরনের লেখকের সঙ্গে সুসম্পর্ক ও ভালো যোগাযোগ।
* বইয়ে যেন বানান ভুল না থাকে, যেন সুসম্পাদিত হয় তা নিশ্চিত করতে হবে। ভালো ছাপা, মানসম্মত বাঁধাই, প্রচ্ছদÑএসব দিকসহ প্রকাশনার মানের দিকে তীক্ষè নজর দিতে হবে। কারণ বাজার এখন দারুণ প্রতিযোগিতামূলক।
* সৃজনশীল এ পেশায় ভালো করতে হলে প্রকাশককেও সৃজনশীল হতে হবে। তার মধ্যে থাকতে হকে উদ্ভাবনী ক্ষমতা।
* ব্যবসায়িকভাবে সফলতা পেতে জনপ্রিয় লেখকদের সঙ্গে ভালো যোগাযোগ রাখা প্রয়োজন। তবে খ্যাতনামা লেখকদের লেখা পেতে চাইলে আগে ভালো বই বের করতে হবে, যাতে তিনি আস্থা রাখতে পারেন।
* লেখকদের সম্মানী সময়মতো পরিশোধ করতে হবে। প্রয়োজনে অগ্রিম দিতে হবে। এজন্য লেখকের সঙ্গে চুক্তি করে নেয়াটাই ভালো।
* ভালো মানের বই পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* বিক্রি বাড়াতে প্রকাশক ঋতুভিত্তিক বই উৎসব, বইমেলার আয়োজন করে পাঠক তৈরি করতে পারেন। প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন করে, বই পুরস্কার দিয়েও পাঠক তৈরি করা সম্ভব।
Source: http://www.manobkantha.com
আসসালামু আলাইকুম! আমি প্রকাশনী চালু করতে চাই। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনুমোদন কিভাবে নিতে হয়? বিস্তারিত জানাবেন।
ReplyDeleteTaser
ReplyDeleteBlankets SIhty
ReplyDelete