আধুনিক প্রকাশনী
আধুনিক প্রকাশনী ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই ধর্মীয়
(ইসলামী) বিষয়ের উপর বই প্রকাশ করে বেশ সুনাম কুড়িয়েছে আধুনিক
প্রকাশনী।
অবস্থান
বাংলাবাজার পোস্ট অফিস থেকে ৫০০ গজ পূর্ব-উত্তর কোণে প্রকাশনীটি অবস্থিত।
ঠিকানা
২৫, শিরিশদাস লেন, বাংলাবাজার, ঢাকা- ১০০০
ফোন- ৭১১৫১৯১
ফ্যাক্স- ৮৮-০২- ৭১৭৫১৮৪
ই-মেইল- adhunikprokashoni@yahoo.com
প্রকাশিত বইয়ের ধরন
- গল্প
- উপন্যাস
- কবিতা
- কিশোর সাহিত্য
- কিশোর উপন্যাস
- কবিতা
- অনুবাদ বা অনূদিত
- আইন
- হাদিস গ্রন্থ
- তাফসীর গ্রন্থ
- সায়েন্স ফিকশন
প্রকাশনীর সেবা (সার্ভিস)
- প্রকাশনীতে খুচরা বই বিক্রয় করা হয়।
- গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।
- পান্ডুলিপি বই প্রকাশের জন্য জমা নেওয়া হয়। পান্ডুলিপি বই প্রকাশের জন্য সিলেক্ট হলে রাখবে অন্যথা ফেরত দিবে এবং যদি এই বই প্রকাশ করে তাহলে জমা রাখবে।
- নবীন লেখক যদি বই প্রকাশ করতে চায় তবে তার পান্ডুলিপি প্রকাশনীতে জমা দিতে হবে। তার পান্ডুলিপি নিয়ে বোর্ড বসে। এ বোর্ডে পান্ডুলিপি নিয়ে আলোচনা করা হয়। এ বোর্ড যদি মনে করে এ পান্ডুলিপি থেকে বই প্রকাশ করা যায়। তখনই বই প্রকাশ করা হয়।
- বই প্রকাশের জন্য পান্ডুলিপি পছন্দ করা হয় তাহলে লেখকের সাথে চুক্তি করে বই প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে লেখককে সম্পূর্ণ খরচ বহন করতে হয়।
- চুক্তি অনুসারে বইয়ের বিক্রির উপর লেখক ৫০% সম্মানী পেয়ে থাকে।
- বই প্রকাশের সম্পূর্ণ খরচ লেখক বহন করলে বিক্রিত অর্থের ২৫% কমিশন প্রকাশনী নিয়ে থাকে।
- এই প্রতিষ্ঠানের আলাদা কোন পরিবেশক নেই। প্রতিষ্ঠান নিজেই পরিবেশনের কাজ করে থাকে।
প্রকাশিত বই
ইসলামী বই
- হাদীসগ্রন্থ
- বুখারী
- মুসলিম
- আবু দাউদ
- তিরমিযি
- নাসাঈ
- ইবনে মাজাহ
- তাফসীরগ্রন্থ
- তাফসীরের মাঃরেফুল কুরআন
- তাফসীরে জানালাইন ইবনে কাসারী।
উপন্যাস
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
গোড় থেকে সোনারগাঁও |
শফিকউদ্দীন সরকার
|
২০০
|
বার পাইকার দূর্গ |
আবদুল্লাহ আল কাফা
|
১৫০
|
ইহুদী কন্যা রেহানা |
আবদুল্লাহ আল কাফা
|
৯২
|
প্রেম ও পূর্ণিমা |
আবদুল্লাহ আল কাফা
|
১৩৫
|
বিপন্ন প্রহর |
আবদুল্লাহ আল কাফা
|
১২৫
|
অনূদিত গ্রন্থ
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
ইসলাম মানবাধিকার | সালাউদ্দিন |
১৭০
|
মাতা-পিতা ও সন্তানের অধিকার | আল্লামা ইউসুফ ইসলাহী |
১৩৫
|
ভ্রান্তির বেড়াজালে ইসলাম | মোঃ কুতুব |
১৪৫
|
সায়েন্স ফিকশন
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
মানব সৃষ্টির কর্ম বিকাশ |
ডাঃ আলী আল
|
১০৫
|
মানব বংশগতির ধারা |
আব্দুল হক
|
১৯০
|
সত্য দর্শন |
আঃ রউফ
|
২০০
|
কোরআন ও হাদীসের আলোকে জন্ম নিয়ন্ত্রণ |
প্রফেসর ডঃ আব্দুল হক
|
২০০
|
গ্রন্থঃ মহাসত্যের আলোকে ঈমানই মুক্তির পথ; মোঃ কামরূজ্জামান ভূঁইয়া প্রকাশে ইচ্ছুক। আপনাদের করনীয়,নিয়মনীতি ও পদ্ধতি জানানোর অনুরোধ রইল।
ReplyDeleteLucky Nugget casino new Vegas - KTNV
ReplyDeleteLucky Nugget is the first casino 구리 출장안마 to launch in Vegas, Nevada in 하남 출장샵 2020. and the hotel 생활 바카라 is located at 3131 의왕 출장샵 S Las Vegas 영천 출장샵 Boulevard, the Strip.