Monday, March 24, 2014

বিজ্ঞান একাডেমী: বিস্তারিত তথ্য

বিজ্ঞান একাডেমী


১৯৮০ সালে প্রকাশনা সংস্থা বিজ্ঞান একাডেমীর যাত্রা শুরু হয়। প্রধানত বিজ্ঞান বিষয়ক বই প্রকাশ করলেও অন্যান্য বই প্রকাশ করে বিজ্ঞান একাডেমী। একুশে বইমেলা ২০১২ এ বিজ্ঞান একাডেমীর স্টল নম্বর হচ্ছে ১৭৭-১৭৮।  
 
ঠিকানা:
৩৭, বাংলাবাজার, ঢাকা- ১১০০।
ফোন- ০২- ৭১৭৫১৮১
ই-মেইল- musa@onusgroup.com
ওয়েবসাইট- www.onusgroup.com
লোকেশন: এটি বাংলা বাজার মান্নান মার্কেটের দোতলায় অবস্থিত। এর খুব কাছাকাছি রয়েছে হাতেখড়ি প্রকাশনী। হাতেখড়ি প্রকাশনী হতে এর দূরত্ব ১০০ গজ পূর্ব দিকে।
 
অন্যান্য তথ্য:
  • এখান থেকে বিজ্ঞানের বই বেশি প্রকাশ করা হয়।
  • প্রকাশনা সংস্থার অফিসে খুচরা বিক্রি করা হয়।
  • ডাকে বই বিক্রি করা হয়।
  • কোন মাসিক বা সাপ্তাহিক প্রকাশনা নেই।
  • বই বিক্রেতারা প্রকাশনা সংস্থাটির অফিস থেকে বই কিনতে পারেন। এদের আলাদা পরিবেশক নেই।
 
নতুন লেখকের বই:
নতুন লেখকগণ ই-মেইলে বা সরাসরি যোগাযোগ করতে পারেন। পান্ডুলিপি জমা দেয়ার পর সেটি মনোনীত হলে প্রকাশনার সমস্ত দায় প্রকাশনা সংস্থাটি নেয়। লেখকের রয়্যালটির বিষয়টি আলোচনা সাপেক্ষে স্থির করা হয়।
 
উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
সারারাত ফেরদৌস খান ৫০
মলি তোমার জন্য মোস্তফা মামুন ৫০
তার ফিরে আসা সিরাজুল ইসলাম ৪০
কেউ ভালবাসেনি এস ডি রুবেল ৬০
যখন সন্ধ্যা নামবে মিজানুর রহমান ৮০
 
গল্প
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
গল্প সংগ্রহ জুবাইদা গুলশান আরা ৩৫০
বৌ জহির শিকদার ৫০
হরিনী কথা আফরোজা পারভীন ৮০
আবার যুদ্ধ হারুন অর রশীদ ৫০
 
রম্য কাহিনী
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
বৌ পাগলের নৌবিহার লুৎফুল খবীর ৫০
নয় চয় নয় আহসান হাবীব ৫০
রসগোল্লা মাহমুদ শামসুল হক ১৫০
 
ছড়া
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
অবাক পৃথিবী শেখ আনোয়ার ১০০
অন্যরকম ম্যাজিক শেখ আনোয়ার ৮০
আগামীর মানুষ এ.জে.এ মোমেন ১২০
খেলায় খেলায় বিজ্ঞান আসরাফুল হক ২০০
 
অনূদিত গ্রন্থ
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
অটোক্যাড ২০০৮ ডাঃ হায়দার আলী ২০০
বিগীনিং ওয়ার্ডপেস শাওন সুহ্নদ ২৮০
মিথ্যা জীবন সাজিদ হোসেন ১৫০
ইতিহাস ও মতবাদ সরদার তারেক ৩৬০
 
ধর্মীয় গ্রন্থ
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
মোহাম্মদ (সঃ) এর জীবনী সাঝির হোসেন ১৫০
আরবের হতিহাস মোঃ আলমগীর খান ২০০
ধর্ম, যুক্তি ও বিজ্ঞান মমিনুল হক ১৮০
মক্কার পথ আল আমিন ভুইয়া ৩৪৩
 
শিশু-কিশোরদের উপন্যাস
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
খেলায় খেলায় শেখা তারেকুল হাসান ৫০
লেখা শিখি দিদারুল আরেফীন ৮০
মামা বাড়ি আহমেদ শামসুল ৬০
মেঘৈর উপর ঘর আবদুর রহমান ৫০
 
সায়েন্স ফিকশন
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
মনোবিজ্ঞান ও জীবন নীহার রঞ্জন সরকার ৩৫০
কম্পিউটার ইউজার গাইড মোঃ ইফতেখার ১৮০
এম এস অফিস রাশেদ হাসান ২২০
মাইক্রোসফট অফিস মৌসুমী আক্তার ৩৪০
 
কমিক
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
একের ভিতর ছয় কামরুল হায়দার ১০০
নির্বাচিত কলাম ওমর ফয়সাল ২৭৫
নাম শব্দকোষ রিফাত আলম ১৫০
 
ভৌতিক কাহিনী
বইয়ের নাম লেখকের নাম‌ মূল্য (টাকা)
নিম্ন চাপ কামরুজ্জামান লিটন ১৮০
মাটির অবস্থান ডাঃ নাসিম আনুজুম ১৩০
সৃষ্টিকাল রফিক আহমেদ ২৫০
প্রজেক্টস শামসুল আলম ৩৪০
 
একুশে বইমেলা ২০১২ এর নতুন বই:
বইয়ের নাম
খেলতে খেলতে গনিত শিখি
Cindenella
Snow wilte and the seven dkants
Sleeping
The little meranic
Aladdin
Beauty and the Bean

No comments:

Post a Comment