বিজ্ঞান একাডেমী
১৯৮০ সালে প্রকাশনা সংস্থা বিজ্ঞান একাডেমীর যাত্রা শুরু হয়। প্রধানত
বিজ্ঞান বিষয়ক বই প্রকাশ করলেও অন্যান্য বই প্রকাশ করে বিজ্ঞান একাডেমী।
একুশে বইমেলা ২০১২ এ বিজ্ঞান একাডেমীর স্টল নম্বর হচ্ছে ১৭৭-১৭৮।
ঠিকানা:
৩৭, বাংলাবাজার, ঢাকা- ১১০০।
ফোন- ০২- ৭১৭৫১৮১
ই-মেইল- musa@onusgroup.com
ওয়েবসাইট- www.onusgroup.com
লোকেশন: এটি বাংলা বাজার মান্নান মার্কেটের দোতলায় অবস্থিত। এর খুব
কাছাকাছি রয়েছে হাতেখড়ি প্রকাশনী। হাতেখড়ি প্রকাশনী হতে এর দূরত্ব ১০০ গজ
পূর্ব দিকে।
অন্যান্য তথ্য:
- এখান থেকে বিজ্ঞানের বই বেশি প্রকাশ করা হয়।
- প্রকাশনা সংস্থার অফিসে খুচরা বিক্রি করা হয়।
- ডাকে বই বিক্রি করা হয়।
- কোন মাসিক বা সাপ্তাহিক প্রকাশনা নেই।
- বই বিক্রেতারা প্রকাশনা সংস্থাটির অফিস থেকে বই কিনতে পারেন। এদের আলাদা পরিবেশক নেই।
নতুন লেখকের বই:
নতুন লেখকগণ ই-মেইলে বা সরাসরি যোগাযোগ করতে পারেন। পান্ডুলিপি জমা দেয়ার
পর সেটি মনোনীত হলে প্রকাশনার সমস্ত দায় প্রকাশনা সংস্থাটি নেয়। লেখকের
রয়্যালটির বিষয়টি আলোচনা সাপেক্ষে স্থির করা হয়।
উপন্যাস
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
সারারাত | ফেরদৌস খান | ৫০ |
মলি তোমার জন্য | মোস্তফা মামুন | ৫০ |
তার ফিরে আসা | সিরাজুল ইসলাম | ৪০ |
কেউ ভালবাসেনি | এস ডি রুবেল | ৬০ |
যখন সন্ধ্যা নামবে | মিজানুর রহমান | ৮০ |
গল্প
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
গল্প সংগ্রহ | জুবাইদা গুলশান আরা | ৩৫০ |
বৌ | জহির শিকদার | ৫০ |
হরিনী কথা | আফরোজা পারভীন | ৮০ |
আবার যুদ্ধ | হারুন অর রশীদ | ৫০ |
রম্য কাহিনী
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
বৌ পাগলের নৌবিহার | লুৎফুল খবীর | ৫০ |
নয় চয় নয় | আহসান হাবীব | ৫০ |
রসগোল্লা | মাহমুদ শামসুল হক | ১৫০ |
ছড়া
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
অবাক পৃথিবী | শেখ আনোয়ার | ১০০ |
অন্যরকম ম্যাজিক | শেখ আনোয়ার | ৮০ |
আগামীর মানুষ | এ.জে.এ মোমেন | ১২০ |
খেলায় খেলায় বিজ্ঞান | আসরাফুল হক | ২০০ |
অনূদিত গ্রন্থ
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
অটোক্যাড ২০০৮ | ডাঃ হায়দার আলী | ২০০ |
বিগীনিং ওয়ার্ডপেস | শাওন সুহ্নদ | ২৮০ |
মিথ্যা জীবন | সাজিদ হোসেন | ১৫০ |
ইতিহাস ও মতবাদ | সরদার তারেক | ৩৬০ |
ধর্মীয় গ্রন্থ
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
মোহাম্মদ (সঃ) এর জীবনী | সাঝির হোসেন | ১৫০ |
আরবের হতিহাস | মোঃ আলমগীর খান | ২০০ |
ধর্ম, যুক্তি ও বিজ্ঞান | মমিনুল হক | ১৮০ |
মক্কার পথ | আল আমিন ভুইয়া | ৩৪৩ |
শিশু-কিশোরদের উপন্যাস
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
খেলায় খেলায় শেখা | তারেকুল হাসান | ৫০ |
লেখা শিখি | দিদারুল আরেফীন | ৮০ |
মামা বাড়ি | আহমেদ শামসুল | ৬০ |
মেঘৈর উপর ঘর | আবদুর রহমান | ৫০ |
সায়েন্স ফিকশন
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
মনোবিজ্ঞান ও জীবন | নীহার রঞ্জন সরকার | ৩৫০ |
কম্পিউটার ইউজার গাইড | মোঃ ইফতেখার | ১৮০ |
এম এস অফিস | রাশেদ হাসান | ২২০ |
মাইক্রোসফট অফিস | মৌসুমী আক্তার | ৩৪০ |
কমিকস
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
একের ভিতর ছয় | কামরুল হায়দার | ১০০ |
নির্বাচিত কলাম | ওমর ফয়সাল | ২৭৫ |
নাম শব্দকোষ | রিফাত আলম | ১৫০ |
ভৌতিক কাহিনী
বইয়ের নাম | লেখকের নাম | মূল্য (টাকা) |
নিম্ন চাপ | কামরুজ্জামান লিটন | ১৮০ |
মাটির অবস্থান | ডাঃ নাসিম আনুজুম | ১৩০ |
সৃষ্টিকাল | রফিক আহমেদ | ২৫০ |
প্রজেক্টস | শামসুল আলম | ৩৪০ |
একুশে বইমেলা ২০১২ এর নতুন বই:
বইয়ের নাম |
খেলতে খেলতে গনিত শিখি |
Cindenella |
Snow wilte and the seven dkants |
Sleeping |
The little meranic |
Aladdin |
Beauty and the Bean |
No comments:
Post a Comment