Friday, March 28, 2014

বুক মেকার পাবলিকেশন (বাংলাদেশ) লি: বই প্রকাশের বিস্তারিত তথ্য

বুক মেকার পাবলিকেশন (বাংলাদেশ) লি:


বুক-মেকার পাবলিকেশন (বাংলাদেশ) লি: একটি বাংলাদেশী প্রকাশনা প্রতিষ্ঠান। এই প্রকাশনা প্রতিষ্ঠানটি ২০১২ সালের ১০ই সেপ্টেম্বার "পেশাজীবি লেখক চাই, বাঁধনছাড়া কলম চাই" স্লোগানের মাধ্যমে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি পেশাদার লেখক এবং নতুন লেখকদের বই প্রকাশ করে থাকে।
 
 
যোগাযোগের ঠিকানা:
কক্ষ # বি৮৫, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, শাহবাগ, ঢাকা-১২০৫
ফোন: ০১৯৭২-৬২৮৪৭৪, ০১৬৮০-৫৬৬৭৮৮, ০১৬১১-৮২৪৭৪২
-মেইল: book-maker@mail.com

 
 
প্রকাশের ক্ষেত্রে করনীয়:
  • কতৃপক্ষের নিকট স্ক্রিপ জমা দিতে হয়।
  • স্ক্রিপ পছন্দ হলে নির্বাচন করা হয়।
  • চুক্তি পত্র করা হয়।
  • চুক্তির পর ছয় মাসের মধ্যে প্রকাশ করা হয়।

 

পারিশ্রমিক:
এই প্রকাশনা সংস্থাটিতে দুই ভাবে পারিশ্রমিক দেওয়া হয়:
  • নতুন লেখকদের জন্য
  • পেশাদারী/পুরাতন লেখকদের জন্য
নতুন লেখক এবং পুরাতন লেখক উভয়ের পারিশ্রমিকই সমান। তবে নতুন লেখকদের ক্ষেত্রে চুক্তি থাকে নুন্যতম তিন বছর এই প্রতিষ্ঠান থেকে লেখা প্রকাশ করতে হয়। পেশাদারী লেখকদের ক্ষেত্রে এ ধারনের কোন বাধ্যবাধকতা নেই।
 
খোলা বন্ধের সময় সূচি:
প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮.০০ পর্যন্ত খোলা থাকে।

Source: http://www.online-dhaka.com

No comments:

Post a Comment