মনন প্রকাশন
মনন প্রকাশন ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নতুন ধারার বা
মাত্রার বই প্রকাশ করে আসছে মনন প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে
বইমেলাতে অংশগ্রহন করে আসছে। এবারের মেলায় প্রথমা’র ষ্টল নং- ২৩৬ ও ২৭২।
এবারের একুশের বই মেলায় প্রকাশনীর প্রত্যেক বইয়ের উপর ২৫% কমিশন প্রদান করা
হচ্ছে।
অবস্থান
বাংলা বাজার মোড় থেকে ১০০ গজ দক্ষিন পূর্ব কোনে মান্নান মার্কেটের তৃতীয় তলায় হাতের ডান পাশে অবস্থিত।
ঠিকানা
৩৮/৪, মান্না মার্কেট (তৃতীয় তলা) বাংলাবাজার, ঢাকা-১১০০।
ফোন: ৭১১০১২২, মোবাইল: ০১৬১৬৩১৭৯৪২, ০১১৯০৪৬৬৫০৬
প্রকাশিত বইয়ের ধরন
- গল্প
- উপন্যাস
- কবিতা
- ভৌতিক কাহিনী
- রম্য কাহিনী
- গোয়েন্দা কাহিনী
- এ্যাডভেঞ্চার
- নন ফিকশন
- সায়েন্স ফিকশন
- কিশোর সাহিত্য
- কিশোর উপন্যাস
- কমিক্স
- শিকার কাহিনী
- পিচাশ কাহিনী
- অনুবাদ
- আত্নোন্নয়ন
- ওয়েস্টার্ন
- আইন
প্রকাশনীর সেবা (সার্ভিস)
- নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে দরকার ভালো মানের লেখা এবং ভালো চিন্তু করা মিলিয়ে নতুন কিছু পাঠকদের উপহার দেওয়া।
- পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।
- পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।
- পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে সেক্ষেত্রে নবীন লেখককে ছাপানোর খরচ বহন করতে হয়। এছাড়া ভালো মন্দ কিছু হলে নবীন লেখক তার দায়ভার একা বহন করতে হবে।
- প্রকাশনা সংস্থার পরিবেশক নেই।
- প্রকাশনে খুচরা বই বিক্রয় করে না।
- গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয় না।
- এখানে মাসিক প্রকাশনা নেই।
- ঢাকার ভিতরে বাংলা বাজার ছাড়া অন্য কোথাও পরিবেশক নেই।
No comments:
Post a Comment