সৃজনশীল সাহিত্যগ্রন্থ প্রকাশে সমস্যা
- মাহফুজ সিদ্দিকী
মহান
একুশে বইমেলা আসছে। সৃজনশীল গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা , ছড়া ও অনুবাদ
গ্রন্থের মেলা বসবে। কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সৃজনশীল
সাহিত্যচর্চা ও সৃজনশীল গ্রন্থ প্রকাশ বুঝি বন্ধই হয়ে যায়। দেখা যাচ্ছে,
সৃজনশীল সাহিত্য গ্রন্থ যেমন গল্পগ্রন্থ, উপন্যাস, নাটক, কবিতা ও অনুবাদ
গ্রন্থ ইত্যাদির প্রতি সরকারের কোনো দরদ নেই; এসবের কোনো প্রয়োজন সরকার মনে
করে না। কারণ সরকার ব্যস্ত শুধু পাঠ্যপুস্তক নিয়ে। সরকার সম্ভবত জানেই না
যে, সৃজনশীল সাহিত্য গ্রন্থ প্রকাশে বিরাট বাধার সৃষ্টি হয়েছে। যে বাধা
অতিক্রম করা সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।
আগে নিয়ম ছিল, ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ খরচায় যে কেউ গল্প, উপন্যাস,
কবিতা, নাটক ইত্যাদি গ্রন্থ প্রকাশ করতে পারবে। যেকোনো বাইন্ডিংখানায় বই
বাইন্ডিং করাতে পারবে; যে কোনো লাইব্রেরিতে বইয়ের কপি দিতে পারবে বিক্রির
জন্য। এখন সে নিয়ম মোটেই নেই। এখন যদি কেউ গল্প, উপন্যাস, নাটক বা কবিতার
বই প্রকাশ করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্টড
পাবলিশারের মাধ্যমে করতে হবে। ওই পাবলিশার যাকে দিয়ে ইচ্ছা বই বাইন্ডিং
করাবে এবং যেভাবে খুশি বই বিক্রির ব্যবস্থা করবে। এখন শুধু তা-ই নয়, ওই
পাবলিশারের অনুমতি ছাড়া কোনো বাইন্ডার বই বাইন্ডিং করবে না। কোনো
লাইব্রেরিতে বই দেওয়া যাবে না বিক্রির জন্য। কোনো লাইব্রেরি নেবেও না বইটি।
আগে রয়্যালটি প্রথা ছিল অর্থাৎ কারো বই পাবলিশার তার নিজের খরচে প্রকাশ
করত। পা-ুলিপির বিনিময়ে কিছু অর্থ নগদ দিয়ে দিত; বাকি টাকা বই বিক্রি হওয়ার
পরে দিত। এখন সে প্রথা নেই। এখন পাবলিশারকে গ্রন্থ প্রকাশের জন্য সব টাকা
অগ্রিম প্রকাশকের হাতে তুলে দিতে হয়। লেখকের কোনো পরামর্শ বা কোনো
অনুরোধের ধার পাবলিশার ধারে না।
আগে একটি সৃজনশীল গ্রন্থ (১০ ফর্মা অর্থাৎ ১৬০ পৃষ্ঠা ) কর্ণফুলি সাদা
কাগজে প্রকাশ করতে খরচ পড়ত ৫-৬ হাজার টাকা। স্বাধীনতার পর ৮০ দশকেও পড়ত
১৫-২০ হাজার টাকা। এখন ১৬০ পৃষ্ঠার একটি বই সাদা অফসেট কাগজে (কর্ণফুলি
সাদা কাগজে বই ছাপা উঠে গেছে, সেখানে অফসেট কাগজ ব্যবহারের প্রচলন হয়েছে)
ছাপতে খরচ পড়ে ১ লাখ ২০ হাজার টাকার মতো। একটি বইয়ের দাম ধার্য হয় সর্ব
নিম্ন ২০০ টাকা।
আগে সৃজনশীল সাহিত্য গ্রন্থ প্রকাশে সরকারের সুদৃষ্টি ছিল, সরকারের
প্রত্যক্ষ সহযোগিতাও ছিল। স্বাধীনতার কয়েক বছর পর পর্যন্তও সৃজনশীল গ্রন্থ
প্রকাশনার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা দেখা গেছে। তখন এ ধরনের বই ছাপার
কাগজের জন্য আবেদন করলে সরকার কম মূল্যে অর্থাৎ মিল রেটে কাগজ সরবরাহ করত।
তাতে বাজার দরের তুলনায় অনেক কম দাম পড়ত কাগজের। ৭৪-৭৫ সালে আমার প্রথম
গল্প গ্রন্থ 'প্রেম তুই সর্বনাশী' গ্রন্থ প্রকাশের ইচ্ছা করলে আমার
আবেদনক্রমে সরকার আমাকে ১৯ রিম কর্ণফুলী সাদা কাগজ মিল রেটে সরবরাহ করেছিল।
তাতে গ্রন্থ প্রকাশের খরচে আমার অনেক টাকার সাশ্রয় হয়েছিল। এখন সরকারের
পক্ষ থেকে লেখকদের সে রকমভাবে কাগজ দেওয়ার সিস্টেম নেই। এখন কাগজ দেওয়া হয়
না, সরকারি কোনো আর্থিক সাহায্যও লেখককে দেওয়া হয় না। এমনকি সৃজনশীল
সাহিত্যচর্চা সম্পর্কে কোনো খোঁজ খবর সরকার রাখা দরকার মনে করে না।
পাকিস্তান আমলে সৃজনশীল সাহিত্য গ্রন্থ প্রকাশে সরকারের পক্ষ থেকে বিশেষ
জোর দেওয়া হয়েছিল। তখন বিএনআর-এ পান্ডুলিপি জমা দেওয়ার নিয়ম ছিল।
পান্ডুলিপি মানসম্মত হলে বই তো ছাপা হতই, উপরন্তু পা-ুলিপির বিনিময়ে লেখককে
নগদ অর্থ প্রদান করা হতো। বিএন আর-এর অফিস ছিল কার্জন হলের পূবে, ওসমানি
উদ্যানের পশ্চিমে। লাল বিল্ডিংটিতে পরবর্তীকালে মন্ত্রী ফনিভূষণ থাকতেন। ওই
বিএনআর-এ পা-ুলিপি জমা দিয়ে (১৯৭০ সালের আগস্ট মাসে) আমি নগদ তখনকার দিনে
আট হাজার টাকা পেয়েছিলাম। বিএনআর আমার বইও প্রকাশ করেছিল। এখন আর এ রকম
সরকারি সহযোগিতার প্রথা নেই।
সরকার শিক্ষার হার বাড়াতে চাচ্ছে। জাতিকে শিক্ষিত করে তুলতে চেস্টা চালিয়ে
যাচ্ছে। কিন্তু সৃজনশীল সাহিত্য গ্রন্থ ছাড়া যে উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে
সেটা হয়তো সরকার উপলব্ধি করতে পারছে না। এটা সরকারের অদূরদর্শিতা। যার
ফলাফল আখেরে ইতিবাচক হবে না। এক সময়ে সৃজনশীল সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাবে;
জাতি নিমজ্জিত হবে অন্ধকারে। কাজেই এ পরিণাম থেকে বাঁচতে হলে সৃজনশীল
সাহিত্য চর্চায় এবং সৃজনশীল গ্রন্থ রচনায় সরকারকে এগিয়ে আসতেই হবে। অর্থ,
কারিগরি সব রকম সাহায্য সহযোগিতা সরকারকে অবশ্যই দিতে হবে। না হলে জাতির
ইতিহাস কে লিখবে, সে ইতিহাস গ্রন্থ কিভাবে প্রকাশ পাবে সে প্রশ্ন থেকেই
যাবে।
আগে সরকার লেখককে বাঁচিয়ে রাখতে, লেখকের কলমকে চালু রাখতে, লেখকের
চিন্তা-চেতনা, মন-মানসিকতাকে লালন করতে লেখকের বই কিনে নিত। শিক্ষা
মন্ত্রণালয়, পাবলিক লাইব্রেরি এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে সরকার বই
কিনত। তাতে একজন লেখকের খুব একটা লোকসান হতো না। এখন সে নিয়ম উঠেই গেছে বলা
চলে। শুধু মাত্র জাতীয় গ্রন্থ কেন্দ্র মারফত কিছু বই কেনা হয় তাও
পাবলিশারের কাছ থেকে। একজন লেখকের মাত্র ৫ কপি এবং একজন পাবলিশারের কাছ
থেকে সর্বমোট ২৫ কপি নেওয়া হয়। কোনো লেখকের কাছ থেকে কোনো বই নেয়া হয় না।
কারণ বই জমা দিতে একটি ফরম পূরণ করতে হয়। সে ফর্মে ট্রেড লাইসেন্স এবং
ইনকামট্যাক্স প্রদানের পরিমাণ উল্লেখ করতে হয়; তাছাড়া বই প্রকাশের বহুদিনের
অভিজ্ঞতার কথা উল্লেখ করতে হয়; যা একজন লেখকের থাকা কিছুতেই সম্ভব নয়।
কাজেই ধরে নেয়া যায় সৃজনশীল সাহিত্য চর্চায় নিয়োজিত কোনো লেখক তার গল্প
গ্রন্থ, উপন্যাস, নাটক বা কবিতার জন্য সরকারের কোনো সাহায্য সহযোগিতা
পাচ্ছে না। আর এ না পাওয়া জাতির জন্য সমূহ ক্ষতির কারণ।
সরকার পাঠ্য পুস্তক ছাপার জন্য ছাপা,কাগজ, বাইন্ডিংসহ যাবতীয় খরচ দিয়ে
থাকে। অথচ সৃজনশীল সাহিত্য গ্রন্থের বেলায় সরকারের হাতের মুঠ খুলছে না; এ
রহস্য আমাদের বোধগম্য নয়। এখনো আমরা বলব, জাতিকে শিক্ষিত উন্নত ও সমৃদ্ধ
করে তুলতে সরকারকে সৃজনশীল সাহিত্য গ্রন্থের দিকে নজর দিতেই হবে; এর কোনো
বিকল্প নেই। সরকারের কত অর্থ কত ভাবে ব্যয় হচ্ছে। কত অর্থ নষ্টও হচ্ছে।
সরকারের বিপুল পরিমাণ অর্থ থেকে কিছু পরিমাণ সৃজনশীল গ্রন্থ প্রকাশের জন্য
ধার্য্য রাখলে নিশ্চয়ই তাতে সুফল আসবে। অর্থও সদর্থে ব্যয় করা হবে। আমরা
আশা করব, সরকার বিষয়টিকে সহৃদয় বিবেচনায় নেবে এবং সৃজনশীল সাহিত্য চর্চাকে
বাঁচিয়ে রাখায় সচেষ্ট হবে।
মহান একুশে ফেব্রুয়ারি আসছে, আসছে একুশে বইমেলা। এ বিষয়ে সহযোগিতার হাত বাড়ানোর সময় এখনই।
Source: http://www.dainikdestiny.com
No comments:
Post a Comment