ইত্যাদি গ্রন্থ প্রকাশ
ইত্যাদি গ্রন্থ প্রকাশ ২০০৩ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই
সৃষ্টিশীল বিষয়ভিত্তিক ও আত্ম জীবনি মূলক বই প্রকাশ করে বেশ সুনাম কুড়িয়েছে
ইত্যাদি গ্রন্থ প্রকাশ। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন
করে আসছে। বই মেলায় স্টল নম্বর ২৩৫, ২৩৬, ২৩৭। বই মেলা উপলক্ষ্যে বিশেষ
কোন অফার নেই।
অবস্থান
বাংলাবাজার পোস্ট অফিস থেকে ৩০০ গজ পূর্ব-দক্ষিণ কোণে কম্পিউটার মার্কেটের তৃতীয় তলায় প্রকাশনীটি অবস্থিত।
ঠিকানা
৩৮/৩, বাংলাবাজার, ঢাকা- ১০০০
ফোন- ৭১২৪৭৬০
মোবাইল- ০১৭১২-২৩৫৩৪২, ০১৭১৫-৪২৮২১০
ই-মেইল- ittadisutrpat@yahoo.com
প্রকাশিত বইয়ের ধরন
- গল্প
- উপন্যাস
- কবিতা
- ভৌতিক কাহিনী
- রম্য কাহিনী
- গোয়েন্দা কাহিনী
- এ্যাডভেঞ্চার
- নন ফিকশন
- সায়েন্স ফিকশন
- কিশোর সাহিত্য
- কিশোর উপন্যাস
- শিকার কাহিনী
- পিচাশ কাহিনী
- অনুবাদ
- আত্নোন্নয়ন
- ওয়েস্টার্ন
প্রকাশনীর সেবা (সার্ভিস)
- প্রকাশনীতে খুচরা বই বিক্রয় করা হয়।
- গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।
- এই প্রকাশনী বছরের সব সময় বই প্রকাশ করে থাকে।
- নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে প্রথমে পান্ডুলিপি জমা নেয়া হয়। এরপর বোর্ড বসে পান্ডলিপিটি যাচই করে। পান্ডুলিপিটির ভাষা, বিষয় এবং লেখনী ভাল হলে পান্ডুলিপিটি সিলেক্ট করা হয়।
- পান্ডুলিপিটি সিলেক্ট হলে বই প্রকাশের জন্য তা জমা রাখা হয়। আর সিলেক্ট না হলে পান্ডুলিপিটি লেখককে ফেরত দেওয়া হয়।
- পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে প্রথমেই লেখকের সাথে চুক্তি করা হয়। চুক্তি অনুসারে বইটি বাজারে চললে লেখক ৫০% কমিশন পায়। এরপর আরো ১৫% কমিশন পেয়ে থাকে লেখক।
- প্রকাশনা সংস্থাই নিজেরাই পরিবেশক হিসেবে কাজ করে।
একুশে বই মেলায় প্রকাশিত
উপন্যাস
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
যমুনা নদীর মুশায়রা |
সেলিনা হোসেন
|
৪৫০
|
আগুন পাখি |
হাসান আজিজুল হক
|
১২০
|
সোহাজের |
হরিপদ দত্ত
|
১৪০
|
দুহিত্তা |
জাহানারা নওশীদ
|
১০০
|
রাজনীতি |
স্বকৃত নোমান
|
২০০
|
প্রিয় বন্ধন |
হাসিনা মমতাজ
|
১২০
|
অতলে অনল |
সুফিয়া জাহান
|
১২০
|
গল্প
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
শ্রেষ্ঠ গল্প |
ঝর্ণা দাশ পুরকায়স্থ
|
৩৫০
|
কল্পনা সেপাই চাকমা ও বাজার |
জাকির তালুকদার
|
৯০
|
বিনি পয়সার নীল গল্প |
সৈয়দ শামসুল হক
|
১০০
|
প্রতি রূপকল্পের গল্প |
হরিপদ দত্ত
|
১৩০
|
নারীবাদী গল্প |
পূরবী বসু
|
১৩০
|
কবিতা
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
ভালোবাসার রাতে |
সৈয়দ শামসুল হক
|
১০০
|
কবিতা সমগ্র |
মোহাম্মদ রফিক
|
৩৫০
|
আকাশ সংশয় |
তানজিম ইসলাম
|
৮০
|
হাড়ের আসবাব |
জাবেদ ভূঁইয়া
|
৮০
|
পরিবেশ কবিতা |
রফিক আজাদ
|
১৩০
|
স্বাধীনতার কবিতা |
ওমর আলী
|
১৩৫
|
একুশের কবিতা |
চন্দন চৌধুরী সম্পাদিত
|
১৩৫
|
মুক্তিযুদ্ধের কবিতা |
চন্দন চৌধুরী সম্পাদিত
|
১৩৫
|
ভাঙ্গা প্রেম ভাঙ্গা জোছনার প্রেম |
আখতার জামান
|
১২০
|
রম্য কাহিনী
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
সন্তানের জন্য আপনার করণীয় |
আব্দুল মান্নান মান্না
|
৭০
|
মিস্টার লেট |
নুল হক জীবন
|
৭০
|
তারকাদের রসবচন |
জিন্নাত রিপা
|
১২০
|
ধর্মীয় গ্রন্থ
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
গরীবে নেওয়াজ খাজা মাইনুদ্দীন হাসান চিশতি (রঃ) |
শেখ মোঃ ইব্রাহীম
|
৩০০
|
মানবতার সেবা ও ইসলাম |
আব্দুল সালাম খান পাঠান
|
১২০
|
ইসলাম ও নারী |
হাসানুজ্জামান খসরু
|
১৪০
|
অনূদিত গ্রন্থ
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
নির্বাচিত মাহমুদ দারবিশ |
হায়াৎ মাহমুদ
|
১০০
|
ত্রিস্তঁ ও এজোন ডাররেমোন্স |
ডঃ সদরুদ্দীন আহমেদ
|
২০০
|
যাযাবর |
কাহলিল জিবরান ও চন্দন চৌধুরী
|
৮০
|
মদুসুদনের চিঠি |
খসরু পারভেজ
|
২০০
|
রোবেন আইল্যান্ড |
এমআর এ তাহা
|
১৬০
|
বিদেশি প্রেমের গল্প |
মনোজিৎ কুমার দাস
|
৮০
|
উম্মাদ |
অবনি অনার্ম
|
৬০
|
ম্যান্ডেলা |
এমআর এ তাহা
|
৬০
|
শিশু-কিশোরদের উপন্যাস
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
মা |
হাসানুজ্জামান খসরু
|
৬০
|
পটল ডাভার পটলা |
মঈন শেখ
|
৮০
|
রোবো সক্রেটিস |
বানা জামান
|
১২০
|
ভৌতিক কাহিনী
নাম
|
লেখকের নাম
|
মূল্য (টাকা)
|
দুই বাংলার ভূতের ছড়া |
নাসের মাহমুদ
|
১৪০
|
ভূতের রাজ্যে সন্তুমামা |
মনোজিৎ কুমার দাস
|
৭০
|
নির্বাচিত ভূতের গল্প |
আদিত্ড অন্তর
|
১২০
|
আকুম-বাকুম |
সরদার আবদুল হাসান
|
৭০
|